আমাদের সাহস । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

আমাদের সাহস কবিতাটি অপ্রকাশিত জীবনানন্দ কাব্যগ্রন্থের অন্তর্গত। অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০১৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র -এর  সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো অপ্রকাশিত-জীবনানন্দ ১ম খন্ড । এই গ্রন্থটি মোট ৩৬টি সতন্ত্র কবিতা রয়েছে।

 

আমাদের সাহস । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

আমাদের সাহস

কবিতা: আমাদের সাহস
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আমাদের সাহস । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

আমাদের সাহস হারায়ে গেছে বহুদিন পুলিশের ব্যাটনের তলে নুয়ে থেকে
ফুটবল-গ্রাউন্ডের কাছে ব’সে শকুন চরানো নীল এশিয়ার দুপুরবেলায়
সোডা লেমনেড ভিনো আইসক্রিম জিঞ্জার বিক্রি করি বিড়ির ধোঁয়ায় মুখ ঢেকে
ঢাউস ঘুড়ির মতো মনে হয় পৃথিবীটা লাল রঙে দুপুরের আকাশে লাফায়।

চারিদিকে জাঞ্জিবর সমুদ্রের কলরব- একটি লবঙ্গ নারীর তরে যেন
শানিত জলের বিম্ব- অগণন ছুটে আসে সমস্ত কাবুলজোড়া চকচকে অসির মতন;
কে সে নারী? সে কি নারী? সে কি টাকা? সে কি যশ? সে কি এই শরীরের সমতা সফেন
কবিতার মতন তার হাড় থেকে মাঝে মাঝে মহাব্যোমে উড়ে যায় এইসব গাঢ় উদ্বোধন।

 

আমাদের সাহস । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment