Site icon Poetry Gurukul [ কবিতা গুরুকুল ] GOLN

এই নগরীর । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

এই নগরীর । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

এই নগরীর কবিতাটি অপ্রকাশিত জীবনানন্দ কাব্যগ্রন্থের অন্তর্গত। অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০১৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র -এর  সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড । এই গ্রন্থটি মোট ৩৬টি সতন্ত্র কবিতা রয়েছে।

 

 

এই নগরীর

কবিতা: এই নগরীর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

 

এই নগরীর সেই সব শতাব্দীর ধূসর পরিখা কই
পাণ্ডুলিপি হাতে নিয়ে প্রত্নতাত্ত্বিকেরা টেবিলের চারপাশে ব’সে আছে
নেকটাই- হ্যাট- এক্সটেনশন লেকচারের ঘ্রাণ
বিচক্ষণ সদনটিয়ার মতো সচ্ছল; এখন চায়ের অবসর
মার্থালেন- সিগারেট-
জ্যৈষ্ঠের দুপুরে হাওয়া
অই দূর সিন্ধুর দ্যুতির দিকে চ’লে যায়
আমাদের শুধু দিকনির্ণয়ের ভুল
ফুলসাজে তবু মূল নাই- মূল আছে, ফুল
নাই। নাকের ডগায় মাছি; কণ্ঠার উপরে মৃত মাছি; মৃত্যু
কাহারও-কাহারও রোমশ কুশলী হাতে- মরুভূর উটের আঘ্রাণ-
গোবির বালিতে।

চারিদিকে নগরীর পুনরুজ্জীবনের সুর
এরপর কারও আর তিলে-তিলে মৃত্যু হবে না ক’
মৃত্যু বিজ্ঞাপিত হবে- সব মৃত্যু
সকল শবের চুল পরিপাটি ক’রে আঁচড়ায়ে দেওয়া হবে।

সাদা আকাশের প্রান্ত থেকে সাদা মিনারের চূড়ার তরঙ্গ
এপারের দেয়ালের থেকে ওপারের ধূসর দেয়াল
লুব্ধ হাত বাড়াতেই শেষ হয়ে যায়
কুকুর ও বিহঙ্গেরা ছটফট করে তাই
পথের ভিতরে পথ গোলকধাঁধার মতো চ’লে গেছে- সেই ধূম্র
যুবনাশ্বের দিন থেকে?

পথে-পথে সৃষ্টি সমুদ্রের সুর ভোরের আলোয়? সৃষ্টি সমুদ্রের সুর।
আমাদের ফেলে কেন সৃষ্টি কর?- আর্ত ডান হাত তুলে
অনেক সেকেলে বর্ম, অনেক বিকট যুদ্ধ, অনেক অনৃত মৃত
সময়ের কাছে নিষেধ জানাতে ভুলে গেছে।

 

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Exit mobile version