এখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এখন অনেক রাতে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১১তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন অনেক রাতে

কবিতা: এখন অনেক রাতে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এখন অনেক রাতে গিয়েছে অলস হয়ে আমার কুকুর-
জানালার ফাঁক দিয়ে মৃত সব প্রসিদ্ধির ঘ্রাণে-ভরা টেবিলের ‘পরে
চাঁদের হাতের থেকে রৌপ্য বল্লমের খোঁচা সসম্ভ্রমে নড়ে
সোনালি মুকুট প’রে অনেক শতাব্দী ধ’রে যদি কেউ গর্দভের খুর
চোগায় লুকিয়ে রাখে সন্তর্পণে- তাই তার পরিম্লান আলো।

পতঞ্জলি- হেসিয়ড- প্লেটো- কঠ- নাগার্জুন নিয়ে
ঠোঁটের উপরে হাত রেখে দিয়ে মেধাবিনী প্রেতিনীর মতন দাঁড়িয়ে
সুদীর্ঘ বল্লম ফেলে জ্যোৎস্না তবে মুখোমুখি নিকটে দাঁড়ালো।
প্রেম নয়- যদিও রিরংসা এসে ঘিরে ফেলেছিল প্রায় কণ্ঠের স্বর
তবুও আর-এক ক্ষোভ- রূঢ় অজ্ঞান- অন্তত আমাদের দু’-জনার মতো মনীষীর:

কোথায় রয়েছে সত্য এই ভেবে পৃথিবীর বহু পরিচিত সব সুদূরদর্শীর
চশমার গোল কাঁচে হলুদ, সবুজ, তুষ রঙের রগড়
পান করি। মোম নিয়ে তার পর বৃশ্চিক-উজ্জ্বল বাথরুম।
নীরবে নিভায়ে মোম কীলকলিপির মতো অন্ধ বিছানায়।
পরিতৃপ্ত বিবেকের সন্তানেরা ট্রেঞ্চেও অঘোরে ঘুমায়
অনেক আশ্চর্য পাপে আমাদের দু’-জনার নেই কোনও ঘুম।

 

এখন অনেক রাতে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment