তোমার আমার – জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

তোমার আমার – বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তার কবিতা পত্রিকায়। জীবনানন্দ -দাশের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ বনলতা সেন। ১৯৪২ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি জীবনানন্দ -দাশের তৃতীয় কাব্যগ্রন্থ। তার আগে ঝরা পালক (১৯২৭) এবং ধূসর পান্ডুলিপি (১৯৩৬) নামের দুইটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থটিতে মোট ২৯ টি কবিতা স্থান পেয়েছে।

 

তোমার আমার

তোমার আমার - জীবনানন্দ দাশ ( বনলতা সেন কাব্যগ্রন্থ ,১৯৪২ )

 

কবিতা:তোমার আমার
কবির নাম: জীবনানন্দ- দাশ
কবি: জীবনানন্দ -দাশ
কাব্যগ্রন্থের নাম:বনলতা সেন

 

 

আমাকে সে নিয়েছিলো ডেকে;

তোমার -আমার দেখা টা ঘটা করে না হয়ে হঠাৎ করেই হোক।
কোন এক গ্রীষ্মের প্রকর রোদে ঘর্মাক্তে চুপসে যাওয়া শার্টে ক্লান্ত চেহারায় যেন তোমার সাথে একবার দেখা হয়!
নয়তো কোন এক বর্ষায় ছাতা ভাগাভাগি করে গন্তব্যে পৌঁছার অজুহাতে তোমার সাথে একবার অন্তত দেখা হোক!
আমার সাথে স্পর্শ না লাগে মতো গুটিসুটি হয়ে নিরবে কতটা পথ হেটে যেতে পারো সেই দৃশ্য দেখতে হলেও একবার দেখা হোক!
কোন এক শরতে শিউলি ফোটা ভোরে সূর্যের উষ্ণ তাপে ব্যস্ত সময়ে কোন বাস ষ্টেশনে দেখা হোক,
চোখে চোখ পড়ে হুট করে চোখ নামিয়ে ফেলার দৃশ্য ভুলতে না পারার মায়ায় জড়াতে-একবার অন্তত দেখা হোক।
কোন এক হেমন্তে ঘন সবুজে মিশ্রিত হালকা হলুদের আবরণে ধানক্ষেত বিশিষ্ট দৃশ্য স্কেচ করা অবস্থায় তোমায় দেখতে চাই!
কপাল বেয়ে ঘাম পড়া শ্যামবর্ণের মায়াময় সেই চেহারার প্রেমে পড়তে দেখা হোক অজস্রবার।
কোন এক শীতে তোমার -আমার দেখা হোক হঠাৎ করেই…
সন্ধ্যাবেলায় কোন এক রেস্তোরায় তোমার গরম গরম ভাপা পিঠা খাওয়ার দৃশ্য উপভোগ করে কোন এক ফাঁকে গল্প জমানোর অপেক্ষায় থাকতে চাই।
হোকনা কোন এক বসন্তে তোমার আমার দেখা!
সুমধুর কোকিলের মিষ্টি ডাকে বিচলিত হয়ে বাড়ির আঙিনায় এসে কোকিলের বিপরীতে তোমার -আমার যেন একবার
চোখাচোখি হয়!
—-ষড়ঋতুতে একবার অন্তত দেখা হোক

মিলি…

 

আরও দেখুন:

Leave a Comment