পাণ্ডুলিপির কবিতা ১ম খণ্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে ।
পাণ্ডুলিপির কবিতা ১ম খণ্ড । জীবনানন্দ দাশ
- ভালোবাসার রোমহর্ষ
- এক দিন ভাবি নি কি
- মাঠ বিল জল
- যদি সুলতান হতাম
- যখন শীতের রাত
- এই সমুদ্রের পাশে
- যখন উঠেছে চাঁদ
- এখন মাঠের থেকে মাঠে
- এখন ভুলেছি সব
- দেখেছি নদীকে
- অনেক লিখেছি গান
- বৈশাখের আকাশ
- স্ট্র্যাণ্ডে কবিতা
- মহিষ কবিতা
- আর্টিস্টদের কথা বলছি
- কখনও ভোরের রাতে
- এখন অনেক রাত
- অনেক জলের কাছে ব’সে
- আকাশের মেঘ
- এত দিন ডাকি নাই
- গভীর শীতের রাত
- স্বর্গ নরকের থেকে
- হঠাৎ কখন যেন
- ট্রামের লাইনের পথ
- রবীন্দ্রনাথ কবিতা
- অঘ্রান কবিতা
- এখনও পেঁচার পাখা
- যখন তোমার সাথে
- হঠাৎ শীতের রাতে
- কেরানিরা কবিতা
- গ্রে স্ট্রিট
- কখন উঠেছে চাঁদ
- নক্ষত্রের রাত্রির মতন
- এক দিন ভোরে
- শহরের মেসে
- আকাশে নক্ষত্র
- ঘাস মাঠ নদী নীড়
- এক দিন
- সন্দিহান কবিতা
- এইখানে ধান খেত
- ঘর কবিতা
- যা হল না তা-ই ভেবে
- বেদিয়ার দল
- চিল কবিতা
- এই রাতে
- সমুদ্রের দিকে চলেছি
- যখন বিজন ট্রেন অন্ধকারে চলে
- চিড়িয়াখানায় গিয়েছিলাম
- তাহারা গাঁয়ের লোক
- এক দিন দেরিতে
- ঐ দূর প্রাচীরের পর
- কখন নীরব হল এই রাত
- সবুজ পাড়াগাঁ
- বুনোহাঁস কবিতা
- এখানে হাঁসের দেশ
- আমার এ-জানালার পাশে
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷
আরও দেখুনঃ