পাণ্ডুলিপির কবিতা ১২তম খণ্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।
পাণ্ডুলিপির কবিতা ১২তম খণ্ড । জীবনানন্দ দাশ
- অনেক বন্দর ছিল
- কনভেনশন কবিতা
- শব্দব্রহ্ম কবিতা
- কেবলই ভাঁড়ামি
- যেখানে মনীষী
- আমরা তাদের ডাকি
- অপূর্ব রাত
- কেউ কেউ ভেবেছিল
- এক দিন তারা সব এসেছিল
- হস্তগত কাগজের তাস
- বিচিত্র এক পৃথিবী
- প্রতীক কবিতা
- ওরা চার জন
- শৈশব কবিতা
- মনে পড়ে
- এক দিন মনে হয়েছিল
- সময়ের বলিচিহ্নহীন
- দানবীয় কপাল
- এখন রাতের শেষে
- ভোরের মানুষ
- এক দিন উঁচু-উঁচু গাছ ছিল
- পরিষ্কার নির্জন আকাশ
- জীবনের ক্ষুদ্রতর ইতিহাস
- অনেক দেশের কথা ভাবা হত
- প্রবীণ পরিধি
- ঘাসের শরীরে
- এখন চৈত্রের খেতে
- সর্বদা মানুষ
- বিষয়ের পিছে
- প্রাসাদের অরণ্যের মাঝখানে
- আগুনের গান
- নিকটে গাছের ডাল
- বিস্ময় এক অনুভব ক’রে
- প্রবীণ গল্প
- এক জন চীন গ্রন্থকার
- গুর্জর শিল্পী
- এক দিন ভোরবেলা
- প্রত্যাবর্তন কবিতা
- একটি ইহুদি যুবা
- নিউইয়র্কার কবিতা
- নক্ষত্র ত্রয়ী
- নদীর জলের থেকে
- অনেক আগের কথা
- কোনও এক তিব্বতের-লামা
- তোমার প্রাণ আমাকেই চায়
- চাঁদের শিঙের কাছে
- তুমি এই অন্ধকারে
- সময়ের সীমানায় এসে
- হয়তো অধিক দিন
- কখনও শটিত রাতে
- পঞ্চম সন্ত্রাস
- আজ এই পৃথিবীতে
- এখন হলুদ ঠোঁটে
- এখন বনের থেকে
- মক্ষিকা মুখর হয়
- একটি প্রবাদ
- সর্বদা রাত্রি হলে
- নরক চংক্রমণ
- ছায়ার প্রদেশে
- চালের মচকার নীড়ে
- শনিবার সন্ধ্যারাতে
- খ্রীস্টীয় কবর
- বিপর্যস্ত সময়ের জালে
- কারণ তাহার ঠ্যাং
- সত্য আর অনৃতের আবছায়া
- এই সব আবছায়া
- সময় নিজেকে
- প্রেমিক তার হৃদয়কে আহ্বান করছে
- সময়ের ফাঁদ
- ভোরের নির্ঝর
- গভীর রাত্রি
- যদিও দেবতা
- মৎস্যদের গান
- ইতিহাসের এক পর্যায়
- টানা আর পোড়েনের ফাঁক
- জেলেনি কবিতা
- নদী কবিতা
- চিন্তিতেরা বলে
- সমীচীন কবিতা
- চিত্রিত বিম্ব
- এখন বিকেলবেলা
- তবুও নিজের স্থানে
- হয়তো বা ছুটেছিলে
- সারা দিন ভালোবেসে
- অসমরূপসি কবিতা
- মৃণালিনী সেন
- মকরকে ডেকে আনো
- জীয়নকাঠি কবিতা
- নাবালক মানুষ
- সময়ের করুণ সন্তান
- এ সব শিশুরা
- নির্মল দেয়ালে ছবি
- পৃথিবীর সর্বনাশ
- এখানে বেগুনি সিন্ধু
- সময়ের উদ্বুদ্ধ সন্তান
- শীতের বাতাসে
- যেই দেশে
- শরৎ ও হেমন্তের রাত
- বালক কালের দিনে
- এখন সবের প্রাণে
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷
আরও দেখুনঃ