পাণ্ডুলিপির কবিতা ২য় খণ্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।
পাণ্ডুলিপির কবিতা ২য় খণ্ড । জীবনানন্দ দাশ
- হঠাৎ কখন তুমি
- অনেক মাকালফলে
- কত দিন হয়ে গেল
- আমার মৃত্যুর পরে
- উঠানের পায়রা শালিক
- মৃত এক চড়ুই
- এখানে শিরীষে ঝাউয়ে
- খানিকটা দূরে
- এক দিন কবিতা
- কাঁকরের পথ দিয়ে
- দেখেছি হৃদয় ঢের
- এখন বিকেলবেলা
- শেষ হল জীবনের সব লেনদেন
- কে গো তুমি অন্ধকারে
- প্রেম ক্রমে নিভিতেছে
- বহু দিন পৃথিবীর পথে
- মনে হয় কত দূর তুমি
- বার বার ঘুম পায়
- কে জানে কখন
- আজ এই পৃথিবীর
- সহসা ভোরের ঘুম
- ভুল করে নাই জানি
- আমার হৃদয়
- কখনও আকাশে
- জানি আমি
- এই ঘাস
- বহু দিন পৃথিবীর পথে
- আমার শৈশব
- পাহাড়ের দেবদারু
- শৈশবে আমি
- আবার বলিল আজ
- সব ছেড়ে জানিয়াছে
- আমার এ অনুভব
- নক্ষত্রেরা আজও আসে
- রাত্রির আকাশ যেন
- মৃত্যু নয়
- পৃথিবীর পথে হাঁটি
- বসে আছি একা
- হয়তো কার্তিকে
- আজ সকালে
- কলকাতা আবার জেগে উঠেছে
- অন্ধকার রাতে
- বাঙালি পাঞ্জাবি মারাঠি গুজরাটি
- লক্ষ লক্ষ নাগরিক রয়েছি
- এই মধ্যাহ্নে
- খেতের ধান কাটা হয়ে গেছে
- ফসল ফলে না আর
- বাতাবিফুলের মতো সুঘ্রাণ
- আমরা শত-সহস্র লোক
- বরং নতুন এই অভিজ্ঞতা
- পাখি কবিতা
- এই দিন
- আজকের দিন
- কাল রাত
- একনলা দীর্ঘ গাছ
- স্বপ্ন দেখি
- সোনালি ডানার শঙ্খচিল
- সে এক শীতের রাতে
- সন্ধ্যার নদীর পারে
- প্রকাণ্ড বিড়াল এক
- কোকিল কবিতা
- আমার জানালার পাশে
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷
আরও দেখুনঃ