পাণ্ডুলিপির কবিতা ৭ম খণ্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।
পাণ্ডুলিপির কবিতা ৭ম খণ্ড । জীবনানন্দ দাশ
- অতীত কালের দিকে চেয়ে
- এই নিশীথের পারে বসে
- অন্ধকার এল যেন
- মৃত্যু যেন স্থির হিম
- হে নাবিক
- নিশীথের বায়ু
- আমি কি আবার সেই
- হে প্রাণ
- সিংহ এক বসে আছে
- বলো তুমি নীলাকাশ
- আরও স্থির সত্য
- সেইখানে সমস্বরে
- মনে ভাবি
- উঁচু এক প্রাসাদের জানালায়
- ধর্মভীরু ঘড়ি
- সমুদ্রের অই পারে
- নামহীন হৃদয়বিহীন
- নৌকায় বোঝা রেখে
- কোনও এক গুলি এসে
- নির্জন হেমন্ত রাতে
- যাহা মৃত তাহা মৃত
- নববর্ষের গান
- শতাব্দীর পথে
- হে মহিলা
- নির্জন শবাধার
- প্রবীণ পুরোনো কথা
- তোমার মাথার পরে
- সকালে ঘুমের থেকে উঠে
- অন্ধকার নিশীথ
- গভীর আঁধার রাতে
- ধবল ঘোটক
- আত্মার আবেগে
- পৃথিবীতে জেগে থেকে
- বিজয়ের চেয়ে আরও কঠিন
- জানি সে মানবাত্মা
- কর্পূরীর জলসায়
- মৃত্যুর অই পার থেকে
- পিতৃলোক কবিতা
- হে মানুষ
- লবণের নারীর মতন
- অন্ধকার শূন্য খুঁড়ে
- নামের ও পারে নাম
- তোমাদের হৃদয় পাথর হবে
- শতাব্দী নদীর পারে
- একটি ব্যাগের ভিতরে
- সূর্যের শেষ বিম্ব
- বহুপ্রসবিনী জননীর প্রাণে
- একটি মোমের বাতি
- রায়দের পরিবার
- নগরীর এক টেরে দুর্গ
- বিকেলের সাদা আলো
- গভীর শীতের রাতে
- মানবীর মতো দেহকোষে
- আমি এই পৃথিবীতে এসে
- সোমেশ্বর মুস্তফির পৃথিবী
- মেঘ করে আসে
- হাতির হাওদায় চড়ে
- জীবনের অদ্ভুত অর্ধেক দিন
- আজ এই পৃথিবীতে
- দীর্ঘ এক দেবদারুগাছের নিকটে
- সহসা হয়তো কোনও
- এ পৃথিবী তার তরে
- আরও গাঢ় বিতর্কের পাতা
- হংসেশ্বর চৌধুরি
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷
আরও দেখুনঃ