আজ সকালে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ২য় খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

আজ সকালে
কবিতা: আজ সকালে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

আজ সকালে পাখি শিকার করতে বেরুলাম আমি-
বন্দুক হাতে ক’রে নয়- একজোড়া পাখির মতো চোখ সঙ্গে নিয়ে,
(গ্রামের সাদা পথ সজনের পাপড়িতে ছড়িয়ে আছে- আছে শিশিরে ভিজে)
পায়ের নিচে ধুলো সজনেফুলের গুঁড়ির মতো ছড়িয়ে আছে- শিশিরে আছে ভিজে;
আকাশের আলো লেবুর কুঁড়ির মতো সবুজ নীল
কুয়াশায় ভেজা আমলকীর মতো ঠাণ্ডা বাতাস,
বাতাসে পলাতক পেঁচার ধূসর পাখার গন্ধ এখনও লেগে রয়েছে,
জোনাকির দেহের সবুজ আলোর আভা- ভোরের শরীরে জড়িয়ে আছে এখনও
চোখ আমার নিবিড়- নিবিড় হয়ে আসে।
আকাশ নীরবতম: নারকোলের সোনালি ফুলের আঘ্রাণ ছিঁড়ে খয়েরি ডানার চিল: এখনও জেগে ওঠে নি;
আজ সেই সাদা-গলার ঝিনুকের মতো সাদা-বুকের শঙ্খচিলকে দেখব ব’লে
আলোর তীর খেয়ে নীল আকাশ সবুজ ঘাস রৌদ্র ও জীবনের ফোয়ারাকে,
কেমন সে গানে-গানে সৃষ্টি করে, শুনব ব’লে
গভীর ভোরে বেরিয়ে পড়েছি আজ;
পৃথিবীর পথে যার সাথে এক দিন আমি প্রেম করেছিলাম
যে-প্রেম এক দিন আমাকে পথ থেকে বিদায় ক’রে দিয়েছিল,

মধ্যাহ্নের বাদুড়ের মতো জলপাইয়ের গহন পল্লবের ছায়ায় নিয়ে গিয়েছিল আমাকে;
সেই প্রেমই আজ আমাকে আলোর সমুদ্রের ভিতর শঙ্খচিলের গান শুনতে ডেকে এনেছে,
সেই একটি মেয়েকে ঘিরে আমার এই প্রেম!
সে আজ কোথায় জানি না আর!
আকাশের আলো লেবুর কুঁড়ির মতো সবুজ নীল
চোখ আমার নিবিড়- নিবিড় হয়ে আসে।