বাংলা আধুনিক সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি, গবেষক ও সমালোচক আবদুল মান্নান সৈয়দ (জন্মসূত্রে সৈয়দ আবদুল মান্নান) জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩ আগস্ট এবং প্রয়াত হন ২০১০ সালের ৫ সেপ্টেম্বর। তার জীবন ও কর্ম বহুমাত্রিক, যেখানে কবিতা, সমালোচনা, গবেষণা, প্রবন্ধ, সম্পাদনা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন এক অমোচনীয় স্বাক্ষর।
আবদুল মান্নান সৈয়দ
সাহিত্য-জীবন ও কর্ম
ষাটের দশক থেকে তিনি সাহিত্যচর্চা শুরু করেন। প্রথম জীবনে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও শিগগিরই তিনি সমালোচনা ও গবেষণার মাধ্যমে বাংলা সাহিত্যের অনন্য ব্যাখ্যাকার হয়ে ওঠেন। বিশেষ করে বাংলা সাহিত্যের দুই মহীরুহ—কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ—এর উপর তার গবেষণা বাংলা সমালোচনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যসম্পাদক হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন সাময়িকী ও গ্রন্থে নিয়মিতভাবে সাহিত্য আলোচনা লিখেছেন। তার গবেষণা ও রচনায় ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখকে নতুনভাবে আবিষ্কৃত করা হয়েছে।
সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা
২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “Poet in Residence” পদেও অধিষ্ঠিত ছিলেন।
শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি আধুনিক ও প্রাজ্ঞ চিন্তাশীল এক সাহিত্যিক হিসেবে সমাদৃত।
প্রকাশিত গ্রন্থসমূহ
আবদুল মান্নান সৈয়দের রচনা-বিশ্ব যথেষ্ট বিস্তৃত। তিনি কবিতা, গবেষণা, প্রবন্ধ, সমালোচনা—প্রায় সব সাহিত্যধারাতেই স্বাক্ষর রেখেছেন। নিচে তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি তুলে ধরা হলো—

কবিতা
- জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)
- জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
- ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
- কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
- পরাবাস্তব কবিতা (১৯৮৪)
- পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩)
- মাছ সিরিজ (১৯৮৪)
- সকল প্রশংসা তার (১৯৯৩)
- নির্বাচিত কবিতা
- আমার সনেট।
উপন্যাস
- পরিপ্রেক্ষিতের দাস-দাসী
- অ-তে অজগর (১৯৮২),
- কলকাতা (১৯৮০),
- ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪)
- কলকাতা,
- পোড়ামাটির কাজ,
- হে সংসার হে লতা,
ছোটগল্প
- সত্যের মতো বদমাশ
- চলো যাই পরোক্ষে (১৯৭৩)
- মৃত্যুর অধিক লাল ক্ষুধা
- নেকড়ে হায়েনা
- তিন পরী
প্রবন্ধ
- বিবেচনা-পুনর্বিবেচনা
- দশ দিগণ্তের দ্রষ্টা
- নির্বাচিত প্রবন্ধ
- করতলে মহাদেশ
- আমার বিশ্বাস,
- ছন্দ।
স্মৃতিকথা
- ভেসেছিলেম ভাঙা ভেলায়
- প্রণীত জীবন
- স্মৃতির নোটবুক

গবেষণা গ্রন্থ
- কালান্তরের যাত্রী।
জীবনী
- নজরুল ইসলাম: কবি ও কবিতা
- বেগম রোকেয়া
- সৈয়দ ওয়ালীউল্লাহ
- সৈয়দ মুর্তাজা আলী
- ফররুখ আহমদ
- শাহাদাত্ হোসেন
- জীবনানন্দ দাশ
- প্রবোধচন্দ্র সেন
- আবদুল গণি হাজারী
- সৈয়দ মুর্তাজা আলী ।
- সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা
গ্রন্থনা
- জীবনানন্দ দাশের কবিতা
- ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫)
- ফররুখ রচনাবলী (প্রথম খণ্ড ১৯৭৯)
- ইসলামী কবিতা : শাহাদাত হোসেন (১৯৮৩)
- বাংলাদেশের কবিতা (১৯৮৮)
- বাংলাদেশের ছড়া (১৯৮৮)
- মুহম্মদ মনসুর উদ্দীন স্মৃতি অ্যালবাম (১৯৮৮)
- সমরসেনের নির্বাচিত কবিতা (১৯৮৯)
- মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা (১৯৮৯)
- বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা (১৯৯০)।
জীবনানন্দ বিষয়ক গ্রন্থাবলি
- শুদ্ধতম কবি (১৯৭২),
- জীবনানন্দ দাশ (১৯৯৩),
- জীবনানন্দ (১৯৮৪),
- জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬),
- জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৭),
- জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯)।

পুরস্কার ও স্বীকৃতি
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮১।
- আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১)
- নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ, (১৯৯৮)
- কবি তালিম হোসেন পুরস্কার (২০০০)
- লেখিকা সংঘ পুরস্কার (২০০০)
- নজরুল পদক (২০০১)
- অলক্ত সাহিত্য পুরস্কার (২০০২)
- একুশে পদক
১ thought on “আবদুল মান্নান সৈয়দ”