আবদুল মান্নান সৈয়দ

বাংলা আধুনিক সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি, গবেষক ও সমালোচক আবদুল মান্নান সৈয়দ (জন্মসূত্রে সৈয়দ আবদুল মান্নান) জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালের ৩ আগস্ট এবং প্রয়াত হন ২০১০ সালের ৫ সেপ্টেম্বর। তার জীবন ও কর্ম বহুমাত্রিক, যেখানে কবিতা, সমালোচনা, গবেষণা, প্রবন্ধ, সম্পাদনা—সব ক্ষেত্রেই তিনি রেখেছেন এক অমোচনীয় স্বাক্ষর।

আবদুল মান্নান সৈয়দ

সাহিত্য-জীবন ও কর্ম

ষাটের দশক থেকে তিনি সাহিত্যচর্চা শুরু করেন। প্রথম জীবনে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেও শিগগিরই তিনি সমালোচনা ও গবেষণার মাধ্যমে বাংলা সাহিত্যের অনন্য ব্যাখ্যাকার হয়ে ওঠেন। বিশেষ করে বাংলা সাহিত্যের দুই মহীরুহ—কাজী নজরুল ইসলামজীবনানন্দ দাশ—এর উপর তার গবেষণা বাংলা সমালোচনার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যসম্পাদক হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন সাময়িকী ও গ্রন্থে নিয়মিতভাবে সাহিত্য আলোচনা লিখেছেন। তার গবেষণা ও রচনায় ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেন প্রমুখকে নতুনভাবে আবিষ্কৃত করা হয়েছে।

সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা

২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের “Poet in Residence” পদেও অধিষ্ঠিত ছিলেন।
শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি আধুনিক ও প্রাজ্ঞ চিন্তাশীল এক সাহিত্যিক হিসেবে সমাদৃত।

প্রকাশিত গ্রন্থসমূহ

আবদুল মান্নান সৈয়দের রচনা-বিশ্ব যথেষ্ট বিস্তৃত। তিনি কবিতা, গবেষণা, প্রবন্ধ, সমালোচনা—প্রায় সব সাহিত্যধারাতেই স্বাক্ষর রেখেছেন। নিচে তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি তুলে ধরা হলো—

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

কবিতা

  • জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭)
  • জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
  • ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
  • কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
  • পরাবাস্তব কবিতা (১৯৮৪)
  • পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩)
  • মাছ সিরিজ (১৯৮৪)
  • সকল প্রশংসা তার (১৯৯৩)
  • নির্বাচিত কবিতা
  • আমার সনেট।

 

উপন্যাস

  • পরিপ্রেক্ষিতের দাস-দাসী
  • অ-তে অজগর (১৯৮২),
  • কলকাতা (১৯৮০),
  • ক্ষুধা প্রেম আগুন’ (১৯৯৪)
  • কলকাতা,
  • পোড়ামাটির কাজ,
  • হে সংসার হে লতা,

 

ছোটগল্প

  • সত্যের মতো বদমাশ
  • চলো যাই পরোক্ষে (১৯৭৩)
  • মৃত্যুর অধিক লাল ক্ষুধা
  • নেকড়ে হায়েনা
  • তিন পরী

 

প্রবন্ধ

  • বিবেচনা-পুনর্বিবেচনা
  • দশ দিগণ্তের দ্রষ্টা
  • নির্বাচিত প্রবন্ধ
  • করতলে মহাদেশ
  • আমার বিশ্বাস,
  • ছন্দ।

 

স্মৃতিকথা

  • ভেসেছিলেম ভাঙা ভেলায়
  • প্রণীত জীবন
  • স্মৃতির নোটবুক

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

 

গবেষণা গ্রন্থ

  • কালান্তরের যাত্রী।

 

জীবনী

  • নজরুল ইসলাম: কবি ও কবিতা
  • বেগম রোকেয়া
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • সৈয়দ মুর্তাজা আলী
  • ফররুখ আহমদ
  • শাহাদাত্ হোসেন
  • জীবনানন্দ দাশ
  • প্রবোধচন্দ্র সেন
  • আবদুল গণি হাজারী
  • সৈয়দ মুর্তাজা আলী ।
  • সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা

 

গ্রন্থনা

  • জীবনানন্দ দাশের কবিতা
  • ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫)
  • ফররুখ রচনাবলী (প্রথম খণ্ড ১৯৭৯)
  • ইসলামী কবিতা : শাহাদাত হোসেন (১৯৮৩)
  • বাংলাদেশের কবিতা (১৯৮৮)
  • বাংলাদেশের ছড়া (১৯৮৮)
  • মুহম্মদ মনসুর উদ্দীন স্মৃতি অ্যালবাম (১৯৮৮)
  • সমরসেনের নির্বাচিত কবিতা (১৯৮৯)
  • মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা (১৯৮৯)
  • বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা (১৯৯০)।

 

জীবনানন্দ বিষয়ক গ্রন্থাবলি

  • শুদ্ধতম কবি (১৯৭২),
  • জীবনানন্দ দাশ (১৯৯৩),
  • জীবনানন্দ (১৯৮৪),
  • জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬),
  • জীবনানন্দ দাশের পত্রাবলী (১৯৮৭),
  • জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯)।

 

আবদুল মান্নান সৈয়দ প্রকাশিত গ্রন্থসমূহ

 

পুরস্কার ও স্বীকৃতি

  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮১।
  • আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯১)
  • নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ, (১৯৯৮)
  • কবি তালিম হোসেন পুরস্কার (২০০০)
  • লেখিকা সংঘ পুরস্কার (২০০০)
  • নজরুল পদক (২০০১)
  • অলক্ত সাহিত্য পুরস্কার (২০০২)
  • একুশে পদক

১ thought on “আবদুল মান্নান সৈয়দ”

Leave a Comment