আমদের আজকের আলোচনার বিষয় আল মাহমুদ প্রকাশিত গ্রন্থসমূহ।
আল মাহমুদ সম্পর্কে কিছু তথ্যঃ-
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা-সাহিত্যের অন্যতম প্রধান-কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে। তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

আল মাহমুদ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা
প্রকাশিত গ্রন্থ
-
লোক লোকান্তর (১৯৬৩)
-
কালের কলস (১৯৬৬)
-
সোনালী কাবিন (১৯৭৩)
-
মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
-
আরব্য রজনীর রাজহাঁস
-
বখতিয়ারের ঘোড়া
-
অদৃশ্যবাদীদের রান্নাবান্না
-
Selected Poems – Al Mahmud (১৯৮১)

-
দিনযাপন
-
দ্বিতীয় ভাঙ্গন
-
একটি পাখি লেজ ঝোলা
-
পাখির কাছে ফুলের কাছে
-
আল মাহমুদের গল্প
-
গল্পসমগ্র
-
প্রেমের গল্প
-
যেভাবে বেড়ে উঠি
-
কিশোর সমগ্র
-
কবির আত্নবিশ্বাস
-
কবিতাসমগ্র
-
কবিতাসমগ্র-২
-
পানকৌড়ির রক্ত
-
সৌরভের কাছে পরাজিত
-
গন্ধ বণিক
-
ময়ূরীর মুখ
-
না কোন শূন্যতা মানি না
-
নদীর ভেতরের নদী
-
পাখির কাছে , ফুলের কাছে
-
প্রেম ও ভালোবাসার কবিতা
-
প্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা
-
প্রেমের কবিতা সমগ্র
-
উপমহাদেশ
-
বিচূর্ণ আয়নায় কবির মুখ
-
উপন্যাস সমগ্র-১
-
উপন্যাস সমগ্র-২
-
উপন্যাস সমগ্র-৩
-
তোমার গন্ধে ফুল ফুটেছে (২০১৫)[১৬]
-
ছায়ায় ঢাকা মায়ার পাহাড় (রূপকথা)
-
ত্রিশেরা
-
উড়াল কাব্য
-
এ গল্পের শেষ নেই শুরুও ছিল না (মহাকাব্য)
-
একচক্ষু হরিণ

পুরস্কার ও সম্মাননা
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮)
-
জয় বাংলা পুরস্কার (১৯৭২)
-
হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার (১৯৭২)
-
জীবনানন্দ স্মৃতি পুরস্কার (১৯৭২)
-
কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার (১৯৭৬)
-
কবি জসীম উদ্দিন পুরস্কার
-
ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬)
-
একুশে পদক (১৯৮৬)
-
নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৯০)
-
ভানুসিংহ সম্মাননা পদক (২০০৪)
-
লালন পুরস্কার (২০১১)
-
বাসাসপ কাব্যরত্ন (২০১৭)
আরও দেখুনঃ
২ thoughts on “আল মাহমুদ প্রকাশিত গ্রন্থসমূহ”