এই সব গাঢ় ঘোড়াদের । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

এই সব গাঢ় ঘোড়াদের কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এই সব গাঢ় ঘোড়াদের । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এই সব গাঢ় ঘোড়াদের

কবিতা: এই সব গাঢ় ঘোড়াদের
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এই সব গাঢ় ঘোড়াদের । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এই সব গাঢ় ঘোড়াদের কোনও উপমা কোথাও নেই আর
এক দিন ছিল এরা মাতলি’র কাছে?
এদের শরীরে লেজ রম্ভা-মেনকার
বিনুনির মতো জেগে আছে
মোম নিভে গেলে পরে অন্ধকার রাতে
মোমের বাতির সাদা ধোঁয়ার মতন
এ-সব নিবিড় ঘোড়া সময়কে করে আলোড়ন
চমৎকার জামরুল-বনে ঘুড়িদের সাথে।

এক দিন অকপটে লেনিনকে দিয়েছি প্রণামি
এক দিন সিদ্ধার্থকে- তবুও অনেক জায়গা রয়েছে ভাঁড়ারে
এক দিন ভোরবেলা আমি
বিশ্বাস করেছি বটে সারা-দিন গ্রামোফোনটারে
হৃদয়: মানুষ, জন্তু অথবা এটিলি কী-না ভেবে
কালের মুকুরে ঝুঁকে নিতে গিয়ে সব পরিচয়
দেখেছি সহসা ছায়া: ঘোড়াদের শরীরের থেকে প’ড়ে গেল, মনে হয়
পৃথিবীর কান-কাটা ভাঁড়কেও সে-সব গম্ভীর ক’রে দেবে।

সে-সব ঘোড়া’র ভিড়ে উর্বশীও আছে
তাহার কাঁকাল ছুঁয়ে ব’সে আছে সুচেতনা সেন
আহা, সেই গাঢ় সাদা ঘোড়াদের প্রতিভার কাছে
আর সব চাল-গোলা ডেকচি’র মতন সফেন
জেনে নিয়ে বিদূষক ফিরে আসে পৃথিবীর পথে
(জেনে নিয়ে) দার্শনিক ফেরে
যাহারা বিতর্ক করে সারা-রাত একটি বিমুখ চুল ফেঁড়ে
তারা যদি এক দিন যেত সেই ভয়াবহ বেণির জগতে!

 

এই সব গাঢ় ঘোড়াদের । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment