একটি শতাব্দী আজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

একটি শতাব্দী আজ
কবিতা: একটি শতাব্দী আজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

একটি শতাব্দী আজ সমাপ্তি নিতেছে
চারি-দিকে মোটবাহী ক্রীতদাসদের আলোড়ন
হয়তো নতুন এক যুগকে জাগাবে
অথবা বিশ্বস্ত হাতে কাজ ক’রে মুমূর্ষুর পুনরুজ্জীবন
দিয়ে তারা অন্ধ ভাবে সাময়িক স্রোতে মিশে যাবে
সকালের সুস্থ সূর্য যাহাদের সাথী হতে চায়
নীলিমায় যে-সারসদম্পতির গান
আকাশ ও পাখি আছে- এর চেয়ে বেশি কিছু গভীর প্রমাণ
আয়ত্ত না ক’রে আজ পৌঁছুন কানের কিনারায়
অনেক শতাব্দী বেঁচে মানুষের ভাষাপরিভাষাশীল জটিল ক্ষমতা
আহরণ ক’রে গেছে অনেক আলোেক- তবু-
শিখেছে অনেক বেশি- জীবনের সেই সব জ্ঞানময় কথা
ভুলে গেছে- অতীব সুতীক্ষ্ণ হয়ে গেছে তার কান
তবুও সুরের পরিবর্তে শব্দ এসে
তাহাকে ক্ষমতাময় ক’রে গেছে মন্ত্রের সাধনে
কণ্ঠস্থ গ্রন্থের মতো এ-জীবন খেলা ক’রে যায় তার মনে
সূর্য ও সারসের রঙে সাদা আশ্বিনের ভোরে
হয়তো মৃত্যুই সত্য- তবু এই মৃত্যু বা জীবনকে আবিষ্কার ক’রে
যেমন আগ্নেয়গিরি আমোদের নগরীকে বেদনায় লাল ক’রে রাখে
আবার নিবিড় ঘাস এসে তাকে অনায়াসে ঢাকে
স্বকীয় জ্ঞানের সেই ভয়াবহ সরলতা আমি
হারায়ে ফেলেছি আজ।

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷