এক জন ভাবিতের গোলকধাঁধা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

এক জন ভাবিতের গোলকধাঁধা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এক জন ভাবিতের গোলকধাঁধা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

এক জন ভাবিতের গোলকধাঁধা

কবিতা: এক জন ভাবিতের গোলকধাঁধা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এক জন ভাবিতের গোলকধাঁধা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

আকাশে সূর্যের আলো থাকুক না- তবু-
দণ্ডাজ্ঞার ছায়া আছে চির-দিন মাথার উপরে
আমরা দণ্ডিত হয়ে জীবনের শোভা দেখে যাই
মহাপুরুষের উক্তি চারি-দিকে কোলাহল করে

মাঝে-মাঝে পুরুষার্থ উত্তেজিত হলে-
(এ-রকম উত্তেজিত হয়)
গভীর গরম চায়ে হাওয়া উষ্ণ হলে
তবুও শীতল হয়ে প’ড়ে থাকে চায়ের টিপয়।

উপস্থাপয়িতার মতন আমাদের চায়ের সময় আমাদের স্থির হতে বলে,
স্নিগ্ধ হয়ে সকলেই আত্ম-কর্মক্ষম
এক পৃথিবীর দ্বেষ হিংসা কেটে ফেলে
চেয়ে দেখে স্তূপাকার কেটেছে রেশম

এক পৃথিবীর মতো বর্ণময় রেশমের স্তূপ কেটে ফেলে
পুনরায় চেয়ে দেখে এসে গেছে অপরাহ্ন-কাল
প্রতিটি রেশম থেকে সীতা তার অগ্নি-পরীক্ষায়
অথবা খৃস্টের রক্ত করবী-ফুলের মতো লাল।

 

এক জন ভাবিতের গোলকধাঁধা । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত ৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment