এক দিন পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

এক দিন পৃথিবীর কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

এক দিন পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এক দিন পৃথিবীর

কবিতা: এক দিন পৃথিবীর
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

এক দিন পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

এক দিন পৃথিবীর লক্ষ কোটি জীব জেগে বলিল সে আমাদের সবার প্রতিভূ
অবাঙ্ময় পাপ এক করেছে সে আমাদের সকলের মতো
হয়তো গভীর- তবু বেদনার অনুভব ধারণা করিতে পারে যতখানি
কী ক’রে গভীরতর হতে পারে ব্যথা তার চেয়ে?

অলীক আলোর থেকে আবিষ্কৃত হয়ে তার প্রিয়ের মতন
তাকালাম তার দিকে- ব’সে আছে সহজ বৃত্তিতে
দুপুরে সমস্ত দিন- জানালার পারে
লক্ষ যোজন মাইল দূরে এক আকাশের দিকে
একটি রেখার পানে রয়েছে সে চেয়ে
তবুও সে জানে না সে চেয়ে আছে:

অথবা আকাশ- জট- তাহার চোখের পথে
তবুও পশ্চিমে আলো মুছে যেত অবিকল- ক্রমে
অই নিট অবহিত মানুষের মুখে কোনও জলের মতন সক্রিয়তা
অথবা লোষ্ট্রের ঘুম নেই জেনে- শূন্য হাত নিয়ে

আপনাকে অন্ধকারে ঝেড়ে ফেলে একা এক কুকুরের মতো
নিরুদ্দেশ গলি বেয়ে একে-একে সব ক্রিয়াবান
পশ্চিমের সূর্যেরা চ’লে গেছে এ-রকম পরিধির অবলেশহীন
যেন যাতে নক্ষত্রের নিরন্তর গণনাহীনতা
গভীর প্রয়াস ক’রে তবু কেউ নয়।

 

এক দিন পৃথিবীর । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment