এখন গাছের পাতা । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

এখন গাছের পাতা কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর ছায়া আবছায়া কাব্যগ্রন্থের রচিত। যা ২০০৪ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-র সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো ছায়া আবছায়া। এই গ্রন্থে মোট ৬১ টি সতন্ত্র কবিতা রয়েছে ।

 

এখন গাছের পাতা । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এখন গাছের পাতা

কবিতা: এখন গাছের পাতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ছায়া আবছায়া

 

এখন গাছের পাতা । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

এখন গাছের পাতা যেতেছে হলুদ হ’য়ে- এখন মাঠের পাতা হয়ে যায় বাদামি খয়েরি;
এখন ধানের রং হ’য়ে যায় গেরুয়ার মতো;
ঐ যে মাঠের কাছে
কারা সব প’ড়ে আছে
হারানি মরণি সব পাড়াগাঁর মেয়েগুলো- মরণ-নদীর ঢেউয়ে খোঁপা খুলে প’ড়ে আছে শান্ত অনুগত

আজকের কথা নয়- তিরিশ বছর কেটে গেছে এই পৃথিবীর পথে-
সে ছিল কিশোরী এক অপরূপ পাখিনির মতো
(কিশোর ছিলাম আমি) কেন যেন মেয়েটিকে মনে হত যেন সখা সুবলের মতো
তবু সে ছায়ার মতো আমাকে খুঁজত কত, কত বার মেয়েটির ছিঁড়ত হৃদয়
কখন মৃত্যুর ঘুমে ঘুমিয়ে পড়েছে স্বভাবত।
তবু সে ছায়ারই পরিচয়
আমরণ ভুলে থেকে নিজের ছায়ার কথা যেমন ক্বচিৎ মনে হয়।

 

এখন গাছের পাতা । জীবনানন্দ দাশ । ছায়া আবছায়া কাব্যগ্রন্থ,২০০৪

 

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷

জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷

 

Leave a Comment