কলেজ স্কোয়ারে রাত্রি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

কলেজ স্কোয়ারে রাত্রি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কলেজ স্কোয়ারে রাত্রি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

কলেজ স্কোয়ারে রাত্রি

কবিতা: কলেজ স্কোয়ারে রাত্রি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কলেজ স্কোয়ারে রাত্রি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

কলেজ স্কোয়ারে রাত্রি নেমে এল
কোনও অবিমৃশ্যকারিতায় এক
প্রান্তরের নদী হতে ভুলে গিয়ে
বেলোয়ারি জিনিসের চেয়ে এক

জলের প্রতিভা হয়ে ভেসে যায়
তিলের আঁধারে ধরা প’ড়ে গেল
সময়ের অনন্ত বিভ্রম ভুলে
আমার হৃদয়ে এক শান্ত মোহ

শহরে আকীর্ণ থেকে ঢের দিন
নিজের সততা নিয়ে তৃপ্ত থেকে
উপরে উল্কির দাগ কেটে ফেলে
ভিখিরি, গণিকা, শনি কিছু ঢের

তবুও আকাশ, রোদ এক-সার
অকাতর নক্ষত্রের আলো
মানুষ নিজের কান খায় ব’লে
গর্ভাঙ্কে ভাঁড়ের মতো যায় শেষ?

এইখানে অন্ধকার তত নয়
ছায়া ও রাত্রির কোনও
অরণ্যে হারায়ে প্রায় ফাল্গুনের
ট্রামের স্ট্যান্ডের যেত কাছে

এই ভালো মনে ভেবে
দীঘির কিনার ঘেঁষে নীল
জনাকীর্ণতার ক্ষুধা এক
হয়েছে আবিষ্ট কাক গাছে

ঘুমের ভিতরে জানে বোঝে।

 

কলেজ স্কোয়ারে রাত্রি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment