কোথাও তোমার সাথে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১০ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

কোথাও তোমার সাথে
কবিতা: কোথাও তোমার সাথে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

কোথাও তোমার সাথে র’ব আমি
যেখানে প্রভাত দিকহস্তীদের সুরে
আশ্চর্য উদ্ৰিক্ত হয়ে জেগে ওঠে
মনে হয় ঘুম ভেঙে গিয়েছে দুপুরে!
সারা-রাত ঘুমায়েছি জানালায়- আকাশের পাশে
মড়ার মুখের ‘পরে সাদা এক কাপড়ের মতো
জনরবহীন দেশে গোধূমের ফুলের মতন
যখন এ-পৃথিবীর হৃদয়ের বাতাস ফলত
যখন জ্যোৎস্নার রেখা সিংহদুয়ারের মতো উঠে
যাহারা গড়ায়ে চলে সেই সব ঝিনুকের ছায়ার নিকটে
একাকী দাঁড়ায়ে থাকে- লেগে থাকে দূর সমুদ্রের
জল খুলে মৃত জাহাজের গুনচটে
তার পর জেগে উঠে- দুপুরের অক্লান্ত নগরে
গাঢ় সাদা মেঘ শিককাবাবের ঘ্রাণে
কোথায় রয়েছি আমি- কোথায়-বা তুমি
ম্যাস্টোডোন, লক্ষ যুগ-যুগান্তর কি জানে!

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।
মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷