কোথাও পশ্চিম তবু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

কোথাও পশ্চিম তবু কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

কোথাও পশ্চিম তবু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

কোথাও পশ্চিম তবু

কবিতা: কোথাও পশ্চিম তবু
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

কোথাও পশ্চিম তবু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

কোথাও পশ্চিম তবু পূর্বে মিশে আছে
ভেবে আমি রাতের আঁধার
সে-যুগের মৃত তরবারে
যাত্রা ভুল হয়ে যায় পাছে
জেনে নিয়ে অসূয়ার আদি-অবতার
যেইখানে সৃষ্টি ক’রে রেখে গেছে পথ
তাহার ভিতরে নানা মনোভাবে চ’লে

যখন ভুলেছি সদসৎ
অবিরাম চলার আবেগে
তখন তাকায়ে দেখি ব্যাঘ্র তার মুখ নিয়ে বেগে
ভাঁড়ামিতে প্রতুল শেয়াল
রিরংসায় আগুন বেড়াল
চারি-দিকে চ’লে যায় আসে
সিংহ মেষ যে যার বাতাসে

অনন্তের ব্যবধান নিয়ে
পরস্পরের দিকে ঘনাতেছে মেষ করুণায়
সিংহ’র চরিত্র অসংযমে
ঘনাতেছে। ঘনায়ে আবার তবু দূরে স’রে যায়
বৃহতের বড়ো অসূয়ার পথে তারা সব-
আমার আশঙ্কা প্রেম করুণার ছেলেখেলা প্রভাতের পানে
তুলে দিয়ে অন্তহীন অন্ধকারে সিঁড়ির মতন
মিশে যায় অন্য এক সূর্যের সোপানে।

 

কোথাও পশ্চিম তবু । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment