ক্রমেই কলের শব্দ বেজে ওঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০১২ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে

কবিতা: ক্রমেই কলের শব্দ বেজে ওঠে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে চারি-দিক থেকে
দু’-এক মুহূর্ত আগে জল
আলো, কবুতর, মেঘ- এ-সব প্রতিভা
নিজেদের দুরবস্থা শেষ ক’রে খানিক বিহ্বল

ঈষৎ অবাক হয়ে উড়ে যেতেছিল চার-দিকে
মনে হয়েছিল যেন শিশিরের মতো শব্দ হয়
তবুও সহসা বাঘ বেলা নয়টায় নেমে এল
সকল বিষয়ে তার মুখ জেগে রয়।

সন্ধ্যার শুক-ব্যথা জাগায়ে-জাগায়ে জ্বলে বই ইতিহাস
প্রভাতের শুকতারা মুছায়ে-মুছায়ে রক্তলোলুপ উন্মেষে
ফা-হিয়ানের চোখে কেমন গরিমা নিয়ে দেখা দিল তবু
সময়ের ভুলে আজ এ-রকম ক্লান্ত তিন শতকের পৃথিবীতে এসে।

সময় কৃমির মতো কেটে যায়- নিজের শরীর
আমাদের দেশে নেমে এসে
আমাদের পিতামহ- পিতা ম’রে গেছে
সন্তানেরা অহিনকুলের মতো কায়ক্লেশে

পরস্পরের সাথে মিশে গিয়ে সূর্যের আলোয়
বিপথের মাঝখানে সারা-দিনমান
বিড় বেঁধে প’ড়ে আছে অতিরিক্ত বিষে
যদি এর থেকে জন্ম নেয় কল্যাণ

এ-রকম ধারণায়; ক্লান্ত দক্ষকন্যাদের মতো
আমাদের দুহিতারা সব
কোথাও প্রতিজ্ঞাপাশ ভেঙে গেছে জেনে
দুর্দশাকে সারা-রাত করে অনুভব।

সকালের সূর্য এলে আমাদের বড় নগরীতে
আমাদের চেয়ে কারু বৃহত্তর মন
দীক্ষিত মানুষদের শিবিরের গৌরবে সাজায়ে
আমাদের জীবনকে জনসাধারণ

মনে ভেবে ফেলে গেছে স্তব্ধতার দিকে
সকলই নীরব শান্তি হয়ে যায় ক্রমে
সান্ত্বনার- মরণের অতীব প্রসার
সর্বদাই অপরের উন্নত নিয়মে

সবের উপরে এক নিরাবিল মায়াবী রয়েছে
ঢের দিন আগে এক জীর্ণ প্রতিশ্রুতি
দিয়ে তবু নিমেষেই নিজের নিয়মে ভেঙে ফেলে
বাড়াতেছে আপনার মায়ার বিভূতি।

নিসর্গের অদ্ভুত আনন্দে ভোরবেলা জেগে উঠে
তাহার প্রাণের কাছে ধরা দিতে গিয়ে মনে হয়
আমরাই অনুভূত হতে চেয়ে- তবুও বধির
বাঘের শরীর ছুঁতে পেয়েছি মহানুভব ভয়!

 

ক্রমেই কলের শব্দ বেজে ওঠে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment