ছায়া প্রিয়া – জীবনানন্দ দাশ ( ঝরা পালক কাব্যগ্রন্থ, ১৯২৭)

ছায়া প্রিয়া – কবিতাটি বাঙালি বিখ্যাত কবি জীবনানন্দ দাশ এর “ঝরা পালক” কাব্যগ্রন্থের একটি কবিতা। এই কাব্যগ্রন্থটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ যা ১৯২৭ সালে প্রকাশিত হয়। তিনি সে সময় কলকাতার সিটি কলেজে টিউটরের চাকরি করতেন। প্রকাশক হিসেবে লেখা ছিল: শ্রীসুধীরচন্দ্র সরকার, ৯০/২/এ হ্যারিসন রোড, কলিকাতা। গ্রন্থটি ছেপেছিলেন এ. চৌধুরী ফিনিক্স প্রিন্টিং ওয়ার্কস, ২৩ নং কালিদাস সিংহ লেন, কলিকাতা। প্রচ্ছদে পাখির আটিটি পালকের ছবি দেয়া ছিল। ক্রাউন সাইজে পাতার সংখ্যা ছিল ৮ + ৯৩। মূল্য রাখা হয়েছিল এক টাকা। উৎসর্গ পত্রে লেখা ছিল: “উৎসর্গ- কল্যাণীয়াসু”; কারো নাম লেখা ছিল না।

 

ছায়া প্রিয়া

ছায়া প্রিয়া - জীবনানন্দ দাশ ( ঝরা পালক কাব্যগ্রন্থ, ১৯২৭)

 

কবিতা:ছায়া প্রিয়া
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ঝরা পালক

 

 

দুপুররাতে ও কার আওয়াজ!
          গান কে গাহে,- গান না!
কপোত-বধূ ঘুমিয়ে আছে
          নিঝুম ঝিঁঝির বুকের কাছে;
অস্তচাঁদের আলোর তলে
         এ কার তবে কান্না!
 গান কে গাহে,- গান না!
 
শার্শি ঘরের উঠছে বেজে,
         উঠছে কেঁপে পর্দা!
বাতাস আজি ঘুমিয়ে আছে
         জল-ডাহুরের বুকের কাছে;
এ কোন্‌ বাঁশি শার্শি বাজায়
         এ কোন হাওয়া ফর্দা
দেয় কাঁপিয়ে পর্দা!
 
নূপুর কাহার বাজল রে ঐ!
        কাঁকন কাহার কাঁদল!
পুরের বধূ ঘুমিয়ে আছে
        দুধের শিশুর বুকের কাছে;
ঘরে আমার ছায়া-প্রিয়া
          মায়ার মিলন ফাঁদল!
কাঁকন যে তার কাঁদল!
 
খসখসাল শাড়ি কাহার!
           উস্‌খুসাল চুল গো!
পুরের বধূ ঘুমিয়ে আছে
           দুধের শিশুর বুকের কাছে:
জুল্‌পি কাহার উঠল দুলে!
           -দুলল কাহার দুল গো!
উস্‌খুসাল চুল গো!
আজকে রাতে কে ঐ এল 
            কালের সাগর সাতরি !
জীবন-ভোরের সঙ্গিনী সেই,-
             মাঠে ঘাটে আজকে সে নেই !
কোন তিয়াশায় এল রে হায়
              মরণপারের যাত্রী !
-কালের সাগর সাতরি !
 
কাঁদছে পাখি পউষনিশির
              তেপান্তরের বক্ষে!
ওর বিধবা বুকের মাঝে
         যেন গো কার কাঁদন বাজে!
ঘুম নাহি আজ চাঁদের চোখে,
         নিদ্‌ নাহি মোর চক্ষে!
তেপান্তরের বক্ষে!
 
এল আমার ছায়া-প্রিয়া,
         কিশোরবেলার সই গো!
পুরের বধূ ঘুমিয়ে আছে
         দুধের শিশুর বুকের কাছে;
মনের মধু-মনোরমা,-
         কই গো সে মোর- কই গো!
কিশোরবেলার সই গো!
 
ও কার আওয়াজ হাওয়ায় বাজে!
         গান কে গাহে, গান না!
কপোত-বধূ ঘুমিয়ে আছে
         বনের ছায়ায়,-মাঠের কাছে;
অস্তচাঁদের আলোর তলে
          এ কার তবে কান্না!
গান কে গাহে,-গান না!
আরও দেখুন:

 

১ thought on “ছায়া প্রিয়া – জীবনানন্দ দাশ ( ঝরা পালক কাব্যগ্রন্থ, ১৯২৭)”

Leave a Comment