পাখির ডানার মতো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

পাখির ডানার মতো কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

পাখির ডানার মতো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পাখির ডানার মতো

কবিতা: পাখির ডানার মতো
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

পাখির ডানার মতো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

পাখির ডানার মতো আত্মা তার মসৃণ- অধীর আঁধারে
আমরা চলেছি দোঁহে- রাতের বাতাস খেয়ে- শরীরের ভারে
ফেনশীর্ষ সমুদ্রের মুখ চিনে- পাখিরা যেমন ক’রে যায় মালাবারে

লক্ষ-লক্ষ মাইল সিন্ধু- নক্ষত্রের জ্যোৎস্নায়- তাহাদের কাছে
কী রকম?- জানে তাহা পাখির নাকের ঘ্রাণ যার দেহে আছে
পালকের বল তারা সারা-রাত ফেনার ফসলে লুফিয়াছে

তাহাদের ক্রীড়া শেষ হয় না ক’ কোনও দিন ধূমাময় বাজেটের মতো সূর্য দেখে
ব্যাঙ্ক ফেল হল ব’লে শত-শত মূঢ় হরিণের রক্ত চেখে
তাহারা কপোতলীনা ভাড়ায় না অন্ধকার অরণ্যের ব্যাঘ্ৰেরে ডেকে

আমাদের কোলে সিন্ধু স্টিল নয়, মৃত্যু নয়, নির্বাণের সঙঘারাম নয় তবু আর
আমরা দু’ জনে গাঢ় গুপ্তচর প্রকৃতির- বৈষয়িক মনীষার সূক্ষ্ম ব্যবহার
মহীয়সী নারী ছিল এক দিন; এখন সে ঊর্ণাজাল-বিজড়িত প্রেত-স্পাইডার।

 

পাখির ডানার মতো । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment