পৃথিবীতে জেগে থেকে কবিতাটি কবি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

পৃথিবীতে জেগে থেকে
কবিতা: পৃথিবীতে জেগে থেকে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

পৃথিবীতে জেগে থেকে যাহাদের পথে বিফলতা আনিয়াছি
আমি তাহাদের ঘৃণা করি না ক’
কারু সন্দিহান প্রয়োজন হয়তো-বা মেটায়েছি- মেটাতেছি বেঁচে থেকে
তাদের প্রেমিক প্রহরী ব’লে অনুভব করি নাই আপনাকে
আমার দরিদ্র দেশে আমি এক নিঃস্বতর পরিবার হয়ে
হেমন্তের নিরর্থক বাতাসের মতো গেছি ব’য়ে
বহু দিন; আমি যদি নিভে যাই আজ এই পৃথিবীর থেকে
অথবা নিভায়ে ফেলি আপনারে;-
সময়ের গহ্বরের অন্ধকার হ’তে
কোনও ঘিঞ্জি গলি চেঁচাবে না, “যাত্রীদল, এসো না ক’- এসো না ক’ আর
মোরা ক্লান্ত- ক্লান্ত মোরা- বার-বার করিতেছি বৈতরণী পার”
নির্জন জননীবীজ পৃথিবীর পারে ব’সে থেকে
শুষ্কমুখ যেন সব তরুদের মতো
সাড়ে-তিন হাত আরও অন্ধকার দেখে
হবে না সবুজ- পলকেই- হবে না ক’ প্রাণহীন যবক্ষাররাশি
দুর্গম মধ্যম পথ ধ’রে তবু চলিতেছি
বজ্রের রব শুনে প্রান্তরের কইয়ের মতন আলোড়নে
জ্যোতির্ময় শৃগালেরা কাঁদিতেছে কণ্ঠের স্ফুরণে
ওরা শুধু মনোহীন অন্নের প্রত্যাশী।
(জ্যোতির্ময় শৃগালের নিকট কোনও মধ্যবিত্ত)

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷
তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷