সন্ধ্যায় ভিখিরি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সন্ধ্যায় ভিখিরি কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সন্ধ্যায় ভিখিরি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সন্ধ্যায় ভিখিরি

কবিতা: সন্ধ্যায় ভিখিরি
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সন্ধ্যায় ভিখিরি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সন্ধ্যায় ভিখিরি ক’টি জড়ো হল রাস্তার ভিড়ে
সারা-দিন যুদ্ধ শেষ ক’রে দিয়ে ফিরিছে শিবিরে
কৃপাচার্য, কৃপবর্মা, অশ্বত্থামা: ম্যাসকট ব’লে যেন দেওয়া যায় ব্রিটিশ টমি’রে

দেওয়া যায়। মনে হয় তিনটি দীর্ঘ দেহ এল যেন কবেকার কুরুবর্ষ থেকে
ফুটপাতে অম্ল ভাত গিলে তারা মৌসুমি হাওয়া খায় চেখে
এক জন দেখে শুধু ইহাদের- দেখে না অনেকে

ট্যাক্সির জানালার থেকে কেঁপে উঠিছে উত্তরা
দ্বৈপায়ন, আবার কি ভ্রূণ নষ্ট করা
আমাদের সেই ক্ষোভ- তাহারা উঠিল গেয়ে- আজও এই খুকিদের ছড়া

রাত্রির চৌরিঙ্গি: সিংহ, বক, সিন্ধু, বলনাচ, বিলিতি বেগুন
ব্যাসকূট ছিঁড়ে তবু মোরা সব অন্ধকার বিষাক্ত লেগুন
কিছু নাই: আমাদের জননীরা কোথায় তবুও পেল ভ্রূণ।

 

সন্ধ্যায় ভিখিরি । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

Leave a Comment