সময়ের পথে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

সময়ের পথে হেঁটে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সময়ের পথে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

সময়ের পথে হেঁটে

কবিতা: সময়ের পথে হেঁটে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সময়ের পথে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

সময়ের পথে হেঁটে কোনও এক ছায়া পিরামিডে
দাঁড়ায়ে ক্রমশ মনে হল এই উঁচু নীরবতা
আমার মতন কোনও মানুষের তরে নয়- তবু-
নগর বিকেল থেকে আপনার অধিকার ছেড়ে
কোথায় এসেছি আমি?… ব’লে গেল ছায়া-নাট্যলোক:
চেয়ে দেখ হেমন্তের পথে তুমি দাঁড়ায়ে রয়েছ
সূর্য নিভে যায়, তবু, সূর্য জেগে আছে
যত দূর চোখ যায় সব ছেড়ে আকাশের রেখা
কোথাও নদীতে জল ছুঁয়ে আছে ব’লে
মনে হয়- দু’-এক মুহূর্ত আসে, প্রকৃতির কাছে
প্রশান্তি এমনই দামি, হে অস্পষ্ট জীব

ধূসর ছাগল, ভিড়, আধো-মৃত কৃষকের মুখ
হেমন্তের বিকেলের এ-সব ইশারা তবু উপেক্ষায়
ছেড়ে দিয়ে চ’লে যায় অনাহারে উপেক্ষিত হতে
এমনই সহজ তারা, জীবন-মৃত্যুতে অকৃত্রিম।

এইখানে সূর্য নিভে গেলে তার ব্যতিরেকী শিখা
প্রান্তরের খড়- চিল- উলু-ঘাস- পাখির হৃদয়ে
অথবা নদীর জলে- নিজেকে না জেনে তবু শুদ্ধ জ্ঞানময়
মানুষের প্রাণ শুধু বিন্দু-বিন্দু করুণায় লাল
লাল হয় এখানেও পৃথিবীর হেমন্তের পথে
যখন প্রতিটি ঘাস, খড়, সোনা, খঞ্জনা-পাখিনি, জল, ধাতু, মেঘ
তাহাকে অপর কিছু হতে বলে- এমন গহন
হেমন্তের সংবেদনলোক ছেড়ে দূরে
কোথাও সম্রাট ভাঁড় গণিকা সাজার আগে, হায়!

 

সময়ের পথে হেঁটে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment