সহজ কবিতা – জীবনানন্দ দাশ ( ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ, ১৯৩৬ )

সহজ কবিতা – কবিতাটি বাঙালি বিখ্যাত কবি জীবনানন্দ দাশ এর ” ধূসর পাণ্ডুলিপি ” ধূসর পাণ্ডুলিপি। এই কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। কবি এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। যে কাব্যগ্রন্থ গুলো দিয়ে বাংলা আধুনিক কবিতার যাত্রা শুরু তার মধ্যে ধূসর পান্ডুলিপি অন্যতম বলে অনেকে মনে করেন। প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের কবিতায় কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাব ছিলো লক্ষ্যণীয়।

সহজ কবিতা

সহজ কবিতা - জীবনানন্দ দাশ ( ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ, ১৯৩৬ )

 

কবিতা:সহজ কবিতা
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: ধূসর পাণ্ডুলিপি

 

আমার এ- গান

কোনোদিন শুনিবে না তুমি এসে,-

আজ রাত্রে আমার আহ্বান

ভেসে যাবে পথের বাতাসে,-

তবুও হৃদয়ে গান আসে!

ডাকিবার ভাষা

তবুও ভুলি না আমি,-

তবু ভালোবাসা

জেগে থাকে প্রাণে !

পৃথিবীর কানে

নক্ষত্রের কানে

তবু গাই গান!

কোনোদিন শুনিবে না তাহা,-জানি আমি-

আজ রাত্রে আমার আহ্বান

ভেসে যাবে পথের বাতাসে,-

তবুও হৃদয়ে গান আসে!

 

তুমি জল-তুমি ঢেউ – সমুদ্রের ঢেউয়ের মতন

তোমার দেহের বেগ- তোমার সহজ মন

ভেসে যায় সাগরের জলের আবেগে!

কোন অন্ধকারে

জানে না সে !- কোন ঢেউ তারে

অন্ধকারে খুঁজিছে কেবল

জানে না সে !- রাত্রির সিন্ধুর জল,

রাত্রির সিন্ধুর ঢেউ

তুমি এক! তোমারে কে ভালোবাসে ! – তোমারে কি কেউ

বুকে ক’রে রাখে!

জলের আবেগে তুমি চ’লে যাও,-

জলের উচ্ছ্বাসে পিছে ধূ ধূ  জল তোমারে যে ডাকে!

 

তুমি শুধু একদিন,-এক রজনীর!-

মানুষের- মানুষীর ভিড়

তোমারে ডাকিয়া লয় দূরে, – কত দূরে!

কোন সমুদ্রের পারে ,- বনে- মাঠে – কিংবা যে আকাশ জুড়ে

উল্কার আলেয়া শুধু ভাসে!-

কিংবা যে আকাশে

কাস্তের মতো বাঁকা চাঁদ

জেগে ওঠে, – ডুবে যায়,- তোমার প্রাণের সাধ

তাহাদের তরে!

যেখানে গাছের শাখা নড়ে

শীতরাতে,- মরার হাতের শাদা হারের মতন ! –

যেইখানে বন

আদিম রাত্রির ঘ্রান

বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান !-

তুমি সেইখানে!

নিঃসঙ্গ বুকের গানে

নিশীথের বাতাসের মতো

একদিন এসেছিলে,-

দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত !

১ thought on “সহজ কবিতা – জীবনানন্দ দাশ ( ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ, ১৯৩৬ )”

Leave a Comment