সামাজিক নারী । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

সামাজিক নারী কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

জীবনানন্দ দাশ

 

সামাজিক নারী

কবিতা: সামাজিক নারী
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

জীবনানন্দ দাশ

 

যে-সব মানুষদের ঢের দিন ভালোবাসি
আজ এই গোলমালে হারায়ে ফেলেছি
তাদের ভিতর থেকে এক জন দু’ জনের মুখ মনে ক’রে
যখন তোমাকে পেয়ে গেছি- দেখেছি কঠিন তুমি সামাজিক নারী
কোথায় তোমার সাথে দেখা হয়েছিল- পাশে এসে দিয়েছিলে আড়ি।

সেই কথা ভালো ভাবে স্থির ক’রে নিতে
দু’ পকেটে হাত রেখে মনে হয়- তুমি
এক দিন আমাদের নগরের পথে- পৃথিবীতে
হেমন্তের গ্যাস-আলোকে সমিতিতে দেখা দিয়েছিলে
কী ক’রে তখুনি তবু পাড়াগাঁর ধানসিড়ি নদীর এ-পারে
ও-পারে দাঁড়ায়ে এই আমলকী-ফলের মতন পৃথিবীকে
ধারণ করেছ তুমি সে-রকম লঘু ব্যবহারে
কী ক’রে লঘুতা এল- আজও আমি জানি না ক’ কিছু
কোনও দিন জানা হবে না কি?

ভিড়ের ভিতরে তুমি সকলের নিজের জিনিস
হয়েও আমার কাছে আমার একাকী
আশ্চর্য-বস্তুর মতো জনমত; প্রান্তরের পথে
ঈশ্বরের চেয়ে কিছু কম গরীয়ান
নদী বা মানুষী এক- তবুও শরীরে
ম্যাকিয়াভেলির চেয়েও বেশি জ্ঞান।

 

জীবনানন্দ দাশ ছবি

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment