সিংহলের থেকে রোজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সিংহলের থেকে রোজ কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৯ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সিংহলের থেকে রোজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সিংহলের থেকে রোজ

কবিতা: সিংহলের থেকে রোজ
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সিংহলের থেকে রোজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সিংহলের থেকে রোজ যে-জাহাজ রৌদ্র দ্বীপপুঞ্জের উদ্দেশে
চ’লে যায়- ঘরে ফেরে- ক্রমে তার সমাকীর্ণ কাঠে
বৎসরেরা জমা হয়- বৃদ্ধ সময়ের মতো শ্লেষে।
নেকড়েপালের মতো সিন্ধুর তরঙ্গ তার শরীরকে চাটে
আমিও ধরেছি প্রাণ- এক দিন মানবকৰ্তব্য ভালোবেসে
তবুও হাতুড়ি ঠুকে- অভিসন্ধি-ইন্দ্রিয়ের গাঁটে
যখন বিসর্প-বাত জড়ো হয়- মূঢ় পরিদের- গিলে ফেলে
দেহকে করিবে ক্ষয়, আড়ম্বরময় ব্যাপ্ত জতু প্রাসাদের মতো জ্বেলে

বিংশতি কামনা সব কাকাতুয়া, কুকুর, হরিণ
লুটে নিক- সর্বদাই চাহে যারা ব্যক্তির ক্ষেম
তাহারাও জিনে নিক- আমার হৃদয়ে আছে যেই সব ডিম, নেপথলিন
হাতের তেলোর চাপে মনে হবে বিচিত্র টোটেম
এক দিন চেয়েছে যা লঘুমনা দেবী আর জিন
নিয়ে নিক। নিয়ে নিক- হে স্থবির যক্ষ, তুমি যেখানে যা প্রেম
রেখেছিলে- চ’লে যাব এই বার আমি এক অসম্ভব পরিধির পানে
বার করেছিল পুরাদার্শনিক অনন্ত সরলরেখা যেমন সূচির এক-টানে।

 

সিংহলের থেকে রোজ । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

Leave a Comment