হাতির হাওদায় চড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

হাতির হাওদায় চড়ে কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৭ম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

হাতির হাওদায় চড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

হাতির হাওদায় চড়ে

কবিতা: হাতির হাওদায় চড়ে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

হাতির হাওদায় চড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

হাতি’র হাওদায় চ’ড়ে হতে পারি না কি আমি মৃগয়ার পরিকল্পে কুমারের মতো
কিংবা তুমি?- আমাদের প্রথম প্রেমের দিন ঘনায়ে এসেছে যেন
মুহূর্তেই শ্লথ- বুড়ো- বুড়ো পরিচারিকার মতো হয়ে যায় সব
ফাটা দেয়ালের কৃকলাসদের কাছে সে যেন অচিন্ত্য ভেদাভেদ
সংকীর্তন- দশা- কৃষ্ণকলি- এ-বার তোমায় খাব, কালী
অথবা রেসের মাঠে ছুটিবার আগে যেন এক রূঢ়- দরকারি- দুরূহ টোটেম
তাম্বুলকরঙ্ক নিয়ে- হাই তুলে- হাই তুলে- পেল। ভয়ে প’ড়ে গেল
ঘুমন্ত পুরীর অগণন গলির আঁধারে
প্রতিটি দেয়াল থেকে ঢোঁকে-ঢোঁকে করতালি পেল ঢের
অজর অমর ব্যান- মন্থরা’র- মন্থরা’র।

তাই আমি সব-চেয়ে মূল্যবান মুচি হতে চাহিলাম
যেই গল্পী এক-জোড়া জুতোও বানাতে পারে
এক দিন হয়তো সে মনের পাঁচালি ছেড়ে চীনেবাজারের শ্রদ্ধা পাবে
পৃথিবীর অবিরল ঘর্মপুরীষের স্রোতে পরিচ্ছন্ন জীবনকে চিনে লবে
কিংবা আমি মূল্যবান ছুতোরের মতো হতে চাহিলাম
কাঠের দোলনা, বল, খড়ম,- কাফন- অনেক কাফন সৃষ্টি ক’রে।

 

 

হাতির হাওদায় চড়ে । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment