আবদুল হাই শিকদার: জাতিসত্ত্বার কবি

বাংলাদেশের সমকালীন সাহিত্যাঙ্গনে আবদুল হাই শিকদার (জন্ম: ১৯৫৭) এক উজ্জ্বল নাম। কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক—এই তিন ভূমিকায় তিনি সমান স্বীকৃত। সাহিত্য-সংস্কৃতির প্রায় প্রতিটি অঙ্গনে তাঁর সক্রিয় পদচারণা রয়েছে, তবে সর্বাধিক পরিচিতি এসেছে কবি হিসেবেই। তাঁর কবিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবতা, প্রেম, প্রকৃতি, জাতীয়তাবাদ, শোষণমুক্ত সমাজ ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন।

 

আবদুল হাই শিকদার প্রকাশিত গ্রন্থসমূহ

 

কবিতা ও সাহিত্যচর্চা

শিকদারের কবিতা শুধু আবেগের প্রকাশ নয়, বরং তা এক ধরনের সামাজিক-রাজনৈতিক অঙ্গীকার। স্বাধীনতা ও জাতিসত্তার প্রশ্নে তিনি সর্বদা আপোষহীন। প্রেম ও প্রকৃতির কোমল আবহে লেখা তাঁর কবিতাও শেষ পর্যন্ত এসে মিশে যায় মানুষের মুক্তি, সমাজ পরিবর্তন এবং শোষণবিরোধী সংগ্রামের স্রোতে। এজন্য সমালোচকরা তাঁকে “জাতিসত্ত্বার কবি” বলে অভিহিত করেছেন।

সন্ত্রাসী হামলা ও আপোষহীনতা

১৯৯৬ সালের ২৫ সেপ্টেম্বর তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। কিন্তু এ ঘটনা তাঁর চিন্তাজগৎ ও কলমকে থামাতে পারেনি। বরং মানবমুক্তির স্বপ্ন, মুক্তচিন্তা এবং সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তিনি আরও দৃঢ়চিত্তে এগিয়ে চলেন। আপোষহীন এই মানসিকতা তাঁকে সময়ের সাহসী কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদান

সাংবাদিক হিসেবেও আবদুল হাই শিকদার ছিলেন উল্লেখযোগ্য। তিনি জাতীয় ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানে গণমাধ্যমকে ব্যবহার করেছেন সচেতনভাবে। বাংলাদেশ টেলিভিশনে তাঁর উপস্থাপনায় প্রচারিত শিকড় সন্ধানী ম্যাগাজিন অনুষ্ঠান “কথামালা” দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা লাভ করে। ইতিহাস ও সংস্কৃতিকে সহজ-সাবলীল উপস্থাপনায় তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যা একাধারে শিক্ষামূলক ও বিনোদনমূলক ছিল।

সাহিত্যিক বৈশিষ্ট্য

  • মানবতাবাদী চেতনা ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি
  • জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর অন্বেষণ
  • প্রেম, প্রকৃতি ও স্বাধীনতার কবিতাময় সংমিশ্রণ
  • শোষণমুক্ত সমাজ ও মুক্তচিন্তার প্রতি অঙ্গীকার

 

মূল্যায়ন

বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির ধারায় আবদুল হাই শিকদার এমন এক কবি যিনি ব্যক্তিগত ভোগান্তি, রাজনৈতিক অস্থিরতা কিংবা সন্ত্রাসী আক্রমণেও থেমে যাননি। তিনি বিশ্বাস করেন, কবিতাই জাতির মুক্তির শক্তি, আর সাহিত্যের মাধ্যমেই মানুষের চেতনা ও মানবিক বোধকে জাগ্রত করা যায়।

তাঁর কবিতার ভেতর দিয়ে আমরা পাই একাধারে বাংলাদেশের জাতিসত্তার অভিজ্ঞান ও বিশ্বমানবতার গভীর বার্তা। এজন্যই তিনি আজও পাঠকের কাছে কেবল একজন কবি নন, বরং মুক্তচিন্তার এক প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবমুক্তির এক কণ্ঠস্বর।

 

আবদুল হাই শিকদার প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

কাব্যগ্রন্থ

  • আশি লক্ষ ভোর- ১৯৮৭
  • আগুন আমার ভাই- ১৯৯১
  • রেলিঙ ধরা নদী- ১৯৯২
  • যুগলবন্দী ভূগোলময় (যৌথ)- ১৯৯২
  • মানব বিজয় কাব্য- ১৯৯২
  • এই বধ্যভূমি একদিন স্বদেশ ছিলো- ১৯৯৭
  • লোডশেডিং নামিয়াছে- ২০০১
  • দুধকুমারের জানালাগুলি-২০০১
  • কবিতা সমগ্র- ২০০২
  • সুন্দরবন গাথা- ২০০৩
  • শ্রেষ্ঠ কবিতা- ২০০৬
  • হাফিজ, এই যে, আমার দরখাস্ত-২০০৬
  • অতি মুরগী হইল- ২০০৭
  • নির্বাচিত প্রেমের কবিতা- ২০০৮
  • কসম- ২০১০
  • কে সিরাজদৌলা কে মীরজাফর ২০১০
  • কবিতা সমগ্র-২ ২০১২
  • তারাউজিয়াল গ্রামে বৃষ্টি নামলো ২০১৫
  • ইবাদতগুলি প্রার্থনাগুলি ২০১৬
  • নদীর মেয়ে বাংলাদেশ ২০১৮
  • ইশক আবাদ ২০২২
  • সিগারেট টানতে টানতে চলে যায় ২০২২
  • কবিতাসমগ্র (অখন্ড) ২০১৮
  • ফকিন্নি জমিলা সমিপে প্রেমোত্থাপনের বয়ান

 

প্রবন্ধ

  • বাংলাদেশের পথ- ২০০১
  • জানা অজানা মওলানা ভাসানী-২০০১
  • বাংলা সাহিত্যে : নক্ষত্রের নায়কেরা-২০০৩
  • সময় ও সমাজ স্বদেশের প্রচ্ছদ- ২০১২
  • সচল বাংলাদেশ : আবর্তনের স্থিরচিত্র- ২০০৮
  • ঢাকার ভবিষ্যৎ : বাংলাদেশের শত্রুভাগ্য- ২০০৮
  • প্রধানমন্ত্রীর শিক্ষাদান অভিলাষ : জিয়া উচ্ছেদ প্রকল্প ২০১০
  • জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল- ২০১১
  • বাংলা সাহিত্য : কোলাহলের বাইরে ২০১৫
  • হারিয়ে যাওয়া হায়দারাবাদ ২০১৩
  • সন্ত্রস্ত বাংলাদেশ : লন্ডনে লাবণ্য ২০১২
  • যদি আল মাহমুদ নোবেল পুরস্কার পেয়ে যান ২০১৫
  • হুমায়ূন তীর্থ নুহাস পল্লী বাংলাদেশ ডট কম ২০১৩
  • ইউনুস বধ কাব্য : বাই এ্যান এক্সপার্ট প্রাইম মিনিস্টার ২০১৫
  • শাহবাগ হেফাজত বাংলাদেশ ২০১৬
  • দুঃসময়ের চড়াই উতরাই : আওয়ামী লীগের চার বছর ২০১৪
  • তুমি রুমি ২০১৬
  • ফররুখ আহমদ : যে নামে ডাকেনি কেউ তাকে
  • সৈয়দ আলী আহসান : আমাদের প্রতিদিনের শব্দ
  • সেইসব গ্রন্থ
  • তারেক রহমান এবং বাংলাদেশ ২০১৬

 

আবদুল হাই শিকদার প্রকাশিত গ্রন্থসমূহ

 

গল্প

  • শুকুর মামুদের চুয়াত্তর ঘাট- ২০০২

 

ভ্রমণ কাহিনী

  • পলাশী ট্রাজেডীর ২৩৪ বছর পর: সিরাজদৌলা মুর্শিদাবাদ- ১৯৯২
  • কবিতার্থ চুরুলিয়া- ১৯৯৭
  • নিপ্পন নি সাসাগু- ২০০০
  • সোনার গাঁও: অন্তরে বাহিরে তুমি রূপকথা- ২০০১
  • ফিরে ফিরে আসি- ২০০৩
  • ভ্রমণ সমগ্র- ২০০৬
  • ক্যামবোড়িয়ার প্রাণে প্রাণে
  • পাকিস্তান : প্রক্ষিপ্ত উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত পঙক্তিমালা

 

শিশুতোষ সাহিত্য

  • কিশোর মওলানা ভাসানী- ১৯৯০
  • গান পাখিদের দিন- ২০০১
  • ইউলিয়ারা পথ হারালো-২০০১
  • মওলানা ভাসানী- ১৯৯৫
  • বাঘ বাহাদুর- ২০০২
  • এ্যাডভেনচার কচিখালী ও পরম প্রকৃতি- ২০০২
  • কাঁথা বাঘের রহস্য- ২০০৩
  • বাঘের মহান দড়িস্মৃতি- ২০০৩
  • পাখিবন্ধু অনীক উদ্যান- ২০০৪
  • দাদীর বনের গাছ বিরিক্ষি- ২০০৫
  • দারুণ সুন্দর সুন্দরবন- ২০০৫
  • শ্রাবন্তীর মনের মায়াবাড়ী- ২০০২
  • ফুলপরীর সব মনে আছে- ২০০২
  • সময় ছিল দুপুর- ২০০২
  • ভ্যাসপার ক্যাসপার- ২০০৩
  • আমাদের দাদী- ২০০৩
  • আমাদের টম কে জানো ২০১৩
  • টম একাত্তর ২০১৩
  • হাচিকো ২০১২
  • এ্যাডভেঞ্চার সেন্ট মার্টিনস্
  • ছড়া সমগ্র
  • নিয়মনীতি বাড়ায় প্রীতি ২০১৬
  • রোজ ফুটি লালকুটি ২০১৬

 

জীবনী

  • মনিরউদ্দীন ইউসুফ- ১৯৯২
  • জয়নাল আবেদিন ভান্ডারী ২০০০

 

সম্পাদনা

  • চল্লিশ বছরের প্রেমের কবিতা- ১৯৮৪
  • আমাদের মিলিত সংগ্রাম মওলানা ভাসানীর নাম- ১৯৮৬
  • অখন্ড পাকিস্তানের সেই দিনগুলি মূল : আহমদ সালিম ২০১১
  • মনিরউদ্দীন ইউসুফের অগ্রন্থিত কবিতা- ১৯৯১
  • যে আগুন ছড়িয়ে দিলে- ১৯৯৩
  • বাংলা কবিতার দেশনেত্রী- ২০০৩
  • অবিস্মরণীয় ৭ নভেম্বর- ২০০২
  • মওলানা ভাসানীর হক-কথা সমগ্র- ২০০৩
  • মওলানা ভাসানী : আমাদের মিলিত সংগ্রাম ২০১৩
  • সৈয়দ আলী আহসান স্মারক গ্রন্থ- ২০০৫
  • মনিরউদ্দীন ইউসুফের উপন্যাস সমগ্র-২০০৩
  • রবীন্দ্রনাথ এবং নজরুল ২০১৩
  • এমাজ উদ্দীন আহমদ স্মারক গ্রন্থ ২০১১
  • তারেক রহমান : অপেক্ষায় বাংলাদেশ ২০০৯
  • বাংলাদেশে অলি আহাদ
  • আনোয়ারুল্লাহ চৌধুরী স্বংবর্ধনাগ্রন্থ
  • মওলানা ভাসানীর মাও-সে-তুঙ-এর দেশে ২০২২
  • যে প্রাণ অফুরান : ভাষা আন্দোলনের ইতিহাস ২০২২
  • স্বাধীনতার সত্য : বাক্সবন্দী জবানবন্দী
  •  সংগ্রামী জননেতা ভাসানী
  • আফ্রিকার হৃদয়ে সূর্যোদয় : পেট্রিস লুমুম্বা

 

নজরুল বিষয়ক

  • কবিতীর্থ চুরুলিয়া- ১৯৯৭
  • বাংলাদেশে নজরুল নজরুলের বাংলাদেশ : তোমার চরণ স্মরণ চিহ্ন- ২০০৩
  • বাংলাদেশে নজরুল চর্চা: মুখোশ ও বাস্তবতা- ২০০৩
  • জাতীয় কবি ও শহীদ জিয়া- ২০০৫
  • নজরুল রচনায় পলাশী ট্রাজেডী- ২০০৫
  • নজরুল রচনায় মোহররম- ২০০৬
  • অ্যালবাম: চিত্রকলায় নজরুল- ২০০৬
  • Kemal Pasha: in the Eyes of Kazi Nazrul Islam- [2006]
  • বিশ্বময় নজরুল ২০১২
  • নজরুল সাহিত্য; শ্রেষ্ঠ প্রবন্ধ ২০১২
  • সার্বজনীন নজরুল
  • সার্বভৌম নজরুল
  • কবি-দা : বিরস রসনা (সৈয়দ আবদুস সাত্তার)

 

আবদুল হাই শিকদার প্রকাশিত গ্রন্থসমূহ

 

চলচ্চিত্র

  • বাংলাদেশের চলচ্চিত্র: ইতিহাসের এক অধ্যায়- ২০০৩
  • আলমগীর কবীর ১৯৮৯
  • চলচ্চিত্র : সীমা এবং সীমানো পেরিয়ে

৩ thoughts on “আবদুল হাই শিকদার: জাতিসত্ত্বার কবি”

Leave a Comment