আবার হেমন্ত দিন এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

আবার হেমন্ত দিন এল কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ১৪তম খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

আবার হেমন্ত দিন এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

আবার হেমন্ত দিন এল

কবিতা: আবার হেমন্ত দিন এল
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আবার হেমন্ত দিন এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

আবার হেমন্ত-দিন এল তার নীরবতা নিয়ে
অথবা আমাকে আমি হেমন্তের অনুচর ব’লে
জেনে নিয়ে গভীর ভিড়ের মাঝে- তবুও পাথরে
ব’সে আছি: নিঃস্বার্থ সূর্যের থেকে আলো
প্রান্তর নদী ও পাখি সঞ্চারিত ক’রে
তবুও গভীর ভয় জেগে থাকে মানুষের প্রাণে
সে তার পাতাললোক আপামর বিভীষিকা দিয়ে
বিস্ফারিত ক’রে রেখে অবশেষে দশম দুয়ারে

তালা এঁটে পৃথিবীর আলোর ভিতরে
চ’লে এল- তবুও বিবর্ণ এক নিরীহ পাখির
হৃদয়ে অজ্ঞাত ভয়- নগরীর স্তম্ভের উপরে
মহাপুরুষের উক্তি আপনার কথার গরিমা
নিঃস্বার্থ সত্যের মতো মনে ক’রে দু’-এক নিমেষে
জনতার পথ থেকে অন্ধকারে একা ফিরে এসে
কথা ভাবে- অপরূপ সিঁড়িলোক দিয়ে
যত দূর স্বর্গে ওঠে, পাতালের ঘুরোনো আঁধারে
ততখানি নেমে যায়।

কোথায় স্তব্ধতা, শান্তি, হেমন্তের নিজের জিনিস?
এই সব কথা ভেবে প্রাজ্ঞ নাগার্জুন
বহু দিন হেঁটেছিল- প্রশান্তি সে চায় নাই ব’লে
হেমন্তের মাঠে গিয়ে নির্মম পাথরে
অথবা নদীর জলে অব্যয় শান্তিকে
খুঁজেছিল- কোনও এক রমণীকে ভালোবেসে আমি

দেখেছি বাগর্থ যেন ব্যবহিত হয়ে
অর্থ নিয়ে মেধাবিনী পাখিনির মতো
ভাষার অঙ্গারে ফেলে আমাকে, সে মেঘে
মিশে গেল- তাই আমি ভারতীর আগুনের ঠোঁট
স্পর্শ ক’রে কান পেতে শুনি দূর বাতাসের থেকে
রতির বিলাপ জাগে- আহা, প্রেম, জ্ঞান
অথবা নিবিড় শান্তি- হেমন্তের নিজের জিনিস
কা’কে আমি তুলে নেব- সারা-দিন লোক-সেবা ক’রে

অনেক শতাব্দী-চক্র ফুরায়েছে বুদ্ধ ও জাতক
তবুও অমিতাভ-কূট জ্ঞানী শুধু- নারীর প্রেমিক
হোয়েল্ডারলিন- জ্ঞান, প্রেম, সেবা
একটি আকাশে গিয়ে কোন নীলিমায়
মিশে আছে নাগার্জুন- সে কোন নরকে
সম্মুখে অবার-কাম তবে
পরিক্রমা শুরু হবে আর এক বার
পরিক্রমা শেষ হয়ে রবে।

 

আবার হেমন্ত দিন এল । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০১২

 

জীবনানন্দ দাশ ১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন৷ তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর(বর্তমান মুন্সীগঞ্জ) পরগণার কুমারভোগ নামক স্থানে “গাওপারা” গ্রামের নিবাসী ছিলেন যা পদ্মায় বর্তমানে বিলীন হয়ে গেছে৷ স্থানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবস্থিত৷

তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত (১৮৩৮-৮৫) বিক্রমপুর থেকে বরিশালে স্থানান্তরিত হন৷সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন৷ তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তার মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত হন৷

 

Leave a Comment