সময় ঘুরিতে আছে যেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

সময় ঘুরিতে আছে যেন কবিতাটি কবি জীবনানন্দ দাশ এর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে রচিত। যা ২০০৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র ও ভূমেন্দ্র গুহ-এর সাথে যৌথ সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো পাণ্ডুলিপি। এই গ্রন্থটি মোট ১৪টি খণ্ডে বিভক্ত রয়েছে।

 

সময় ঘুরিতে আছে যেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময় ঘুরিতে আছে যেন

কবিতা: সময় ঘুরিতে আছে যেন
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

সময় ঘুরিতে আছে যেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

সময় ঘুরিতে আছে যেন কোনও মরুভূর উটপাখি
গৌরবের নীহারিকা শ্লাঘার মধ্যাহ্ন রৌদ্রে, লালসায়,- ভাঁড়ামির বালির বিবরে
হে নাবিক, দূর মধ্যসমুদ্রের আঁধারের
জাহাজের কম্পাসের কাঁটা তবু কোনও এক ঐকতান ছাড়া আর কিছু জানে না কি?
এরা সব নিয়োজিত প্রতিভার স্বেদ শুধু?

প্রেম? মৃত্যু?- শান্তি, আহা?
রাতের বাতাস আসে বৃষ্টির মেঘের ঘ্রাণ নিয়ে
চারি-দিকে নিস্তব্ধতা
এখন কি হয় নাই নিবিড় সময়
উটপাখি, কম্পাসের কাঁটা, পুথিপত্র, মানচিত্র রেখে দিয়ে
দুই ইঞ্চি পাথরের তথাগত-মূর্তি হয়ে
নগরে বন্দরে যুদ্ধক্ষেত্রে গণিকার ঘরে
ভ্রাম্যমাণ লাঞ্ছনায় কেবলই ঘুরিব আমি অনন্ত বিষুবরেখা ধ’রে?-
অবিরল (নির্বাণের) শান্তি ছাড়া কিছু বুঝিব না তবু আর?

 

সময় ঘুরিতে আছে যেন । জীবনানন্দ দাশ । পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ,২০০৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷
জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন৷গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment