আবার নতুন করে । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

আবার নতুন করে কবিতাটি অপ্রকাশিত জীবনানন্দ কাব্যগ্রন্থের অন্তর্গত। অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড কবি জীবনানন্দ দাশ এর কাব্যগ্রন্থ যা ২০১৫ সালে প্রকাশিত হয়। গৌতম মিত্র -এর  সম্পাদনায় এটি প্রকাশিত হয়। কবির অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলোর একটি হলো অপ্রকাশিত জীবনানন্দ ১ম খন্ড । এই গ্রন্থটি মোট ৩৬টি সতন্ত্র কবিতা রয়েছে।

 

আবার নতুন করে । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

আবার নতুন করে

কবিতা: আবার নতুন করে
কবির নাম: জীবনানন্দ দাশ
কবি: জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থের নাম: পাণ্ডুলিপির কবিতা

 

আবার নতুন করে । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

আবার নতুন ক’রে পৃথিবীরে বানাবার অধিকার আমাদের নেই
আমাদের ইচ্ছা আছে, প্রশ্ন- মনন রয়েছে
কিন্তু সব- সবই- তৈলহীন সলতের মতো
বার বার ডাক আসে রাজপথে নেমে শবের বাহক হতে
কত শব দগ্ধ করা গেল-
তারপর এই নীতি পাওয়া যায় ভাবনার গভীর নির্জনে।

বিহঙ্গের নীড় আছে- শেয়ালের গর্ত আছে অরণ্যের অন্তরালে
আমাদের যাত্রা- যাত্রা ছাড়া আর কিছু নাই
নব নব শিশুর ভূমিষ্ঠ ঊষা- নির্জন ধাঁধার মতো ভেসে আসে নভোনীলিমার থেকে
শৈবাল মলিন বিরাট দেয়াল সব ঢেকে ফেলে গভীর
দক্ষিণ দিকে চ’লে গেছে-
মাইলের পর মাইল পিরামিডের মতো যৌনতায়
কোনও ধূমাগন্ধ রৌরবের দিকে- সূর্যপক্ক অলকার পানে?

তবু আমাদের কোনও সংবেদন নাই- দ্বিপদের ব্যবহার আছে শুধু
যতদূর পথ চ’লে যায়
বিষুবরেখার অনন্ত রৌদ্রের প্রান্তে
আর সেই গরীয়ান অন্ধকার সূর্যের উদিত তূণীরে
যতদূর যাই সে দেশ কোথাও নাই যেইখানে শববাহকের ভিড়ে
কয়েকটি আরও বাহকের দরকার নেই
তারা টের পায়- বর্তালো কেমন ক’রে- তবু তারা টের পায়
সব বিদেশির কাছে আমাদের এই এক পরিচয়:
ইহাদের মনন হৃদয় অবিরাম শববাহনের তরে
এরা ক্লান্তিহীন- অবিরাম শববাহনের তরে।

 

আবার নতুন করে । জীবনানন্দ দাশ । অপ্রকাশিত জীবনানন্দ,২০১৫

 

জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক৷ তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম৷ তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে৷ জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী।

মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন ৷ গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷

 

Leave a Comment